• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুও থাকবেন: মোরশেদ আলম

নোয়াখালী প্রতিনিধি

  ১৭ মার্চ ২০১৮, ১৫:১৮

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামের এই রাষ্ট্রটির জন্ম হতো না। তাই যতদিন বাংলাদেশ নামের রাষ্ট্রটি থাকবে ততদিন বঙ্গবন্ধুও থাকবেন। বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

শনিবার নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। সেনবাগ উপজেলা প্রশাসন দিবসটির আয়োজন করে।

মোরশেদ আলম আরও বলেন, ৭৫ পরবর্তী সময়ে এদেশে যারা ক্ষমতায় ছিলেন তারা কোনো উন্নয়ন করেননি বরং তারা শোষণ করেছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভারত থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো পাকিস্তান
--------------------------------------------------------

আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতবার ক্ষমতায় এসেছেন দেশের উন্নয়ন হয়েছে। তাই আজ শপথ নিন এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

এর আগে আলহাজ মোরশেদ আলম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন মোরশেদ আলম ।

পরে উপজেলা চত্বরে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী পালন করেন।

আরও পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
সোলসের গানে মাতলো যুক্তরাষ্ট্র
ইরানের হামলার জবাব যেভাবে দিতে পারে ইসরায়েল!
গ্লোবাল এন্টারপ্রেনারশিপ বুটক্যাম্পে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আস্থা গ্রুপের সিইও
X
Fresh