• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে ১৭ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৬ মার্চ ২০১৮, ১৯:৩৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে ৪টি স্বর্ণের বারসহ দুইজনকে গ্রেপ্তার করছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নয়নাবাদ গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মো. জহিরুল ইসলাম(২১) এবং একই গ্রামের নান্নু মিয়ার ছেলে জোবায়ের আহম্মেদ(২২)।

জব্দকৃত চারটি স্বর্ণের বারের ওজন ৪৬৬ গ্রাম, যার বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকা।

শুক্রবার দিনগত রাত পৌনে ১টায় উপজলোর উচিৎপুরা ইউনিয়নের শান্তির বাজার থকে স্বর্ণসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম এ হক জানান, গ্রেপ্তারকৃতরা বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণের বার এনে এদেশে বিক্রি করতো।

এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন:

কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 
তীব্র গরমে পুলিশ সদস্যদের প্রতি ১১ নির্দেশনা
X
Fresh