• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নানাবাড়ি যাওয়া হলো না তাসলিমার

বরিশাল প্রতিনিধি

  ১৬ মার্চ ২০১৮, ১৬:৫৫

বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকায় ঈগল পরিবহনের বাসচাপায় তাসলিমা আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসলিমা আক্তার ঝালকাঠীর জালালকাঠী এলাকার হারুন সিকদারের মেয়ে ও সুগন্ধা দরগাহ বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, তাসলিমার নানাবাড়ি কাশিপুর গড়িয়ারপাড় সংলগ্ন কলসগ্রাম এলাকায়। দুপুর সাড়ে ১২টার দিকে তাসলিমা তার মা জুলেখা বেগমের সঙ্গে নানাবাড়ি বেড়াতে গড়িয়ারপাড়ে যায়। সেখানে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি বাস তাসলিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার বাস ফেলে পালিয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে ১৪ মৃত্যু : বৌভাতে আর যাওয়া হলো না তাদের
কিংবদন্তি অভিনেত্রী কবরী চলে যাওয়ার তিন বছর
২৭ বছর পর বাড়ি ফিরলেন হারিয়ে যাওয়া শাহীদা
শিশু মারা যাওয়ায় চিকিৎসককে আইসিইউতে পাঠালেন স্বজনরা
X
Fresh