• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে আগুনে পুড়লো ৩০ দোকান

কক্সবাজার প্রতিনিধি

  ১৬ মার্চ ২০১৮, ১৫:১২

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ত্রিশটির বেশি দোকান ভস্মিভূত হয়েছে।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে শহীদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের পাশে এই ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আরটিভি অনলাইনকে জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই ৩০টির মতো দোকান পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।