• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নাফ নদী থেকে ১৮ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

  ১৬ মার্চ ২০১৮, ১১:৩৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে ১৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোর রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক আসাদুজ্জামান চৌধুরী আরটিভি অনলাইনকে বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসবে এমন খবর পেয়ে বিজিবির একটি দল বৃহস্পতিবার দিনগত রাত থেকেই নাফ নদীতে অবস্থান নেয়।

পরে শুক্রবার ভোরে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা নাফ নদীতে আসে। বিজিবি সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দিয়ে চ্যালেঞ্জ জানায়। এসময় ইয়াবা পাচারকারীরা নৌকাটিকে তীরে রেখে কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়।

বিজিবি অধিনায়ক আরও জানান, পরে নৌকা থেকে একটি বস্তায় ভরা ১৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে আজ শুক্রবার ভোর রাতে দুই হাজার নয়শ’ ৯৬ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 
গাঁজাগাছ-ইয়াবাসহ আটক ২
পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
X
Fresh