• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দম্পতির চেষ্টায় শিক্ষার আলো পাচ্ছেন তারা

অনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর ২০১৬, ০৯:০৩

জ্ঞান অর্জনের কোনো বয়স নেই। যে কোনো বয়সেই তা সম্ভব। এ জন্য দরকার প্রবল ইচ্ছা শক্তির। একই সঙ্গে উদ্যোগী মানুষের। এ দু’য়ের মিলন ঘটছে নাটোর সদরে। নিজেদের একান্ত ইচ্ছা থেকেই সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে প্রচেষ্টা রকিবুল আলম দম্পতির।

এ জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়াতে বেছে নিয়েছেন স্থানীয় গৃহিণীদের। পরিচালনা করছেন নৈশ্য বিদ্যালয়। কারণ এ মায়েরা শিক্ষার আলো পেলে, আর বঞ্চিত হবে না নতুন প্রজন্ম।

নিরক্ষর নারীদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে এ নৈশ্য স্কুল চালু করেন তারা। জাগরণ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পরিচালক রকিবুল আলম চৌধুরী অর্থায়ন করেন স্কুলটির। তার স্ত্রী লুৎফুন্নাহার পাঠদান করেন। বর্তমানে ৩২ জন শিক্ষার্থী রয়েছেন স্কুলটিতে। যার বেশিরভাগই আদিবাসী সাঁওতাল সম্প্রদায়।

এর মধ্যদিয়ে সামাজিক বৈষম্য কমবে এবং সমঅধিকার প্রতিষ্ঠা হবে। জানালেন প্রতিষ্ঠানটির পরিচালক। এ উদ্যোগ সারাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বানও জানান তিনি।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh