• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

একই মাঠে ওয়াজ ও ওরস, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ প্রতিনিধি

  ১৫ মার্চ ২০১৮, ১৯:২২

সুনামগঞ্জের দিরাই উপজেলায় একই মাঠে ওয়াজ মাহফিল ও ওরস পালনের ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের চত্বর মাঠ ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনাস্থল থেকে আরটিভি অনলাইনকে জানান, উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন চত্বর মাঠে বৃহস্পতিবার দুপুর থেকে ভাটিপাড়া ইউনিয়নের সংগঠন ইসলামবিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা জাকির হোসাইন তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করার ঘোষণা দেন।

সে অনুযায়ী পোস্টারও বিতরণ করা হয়। একই সময় একই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুর জম্মাতের লোকজন ওই স্থানে ওরস পালন করার ঘোষণা দেন।

এ নিয়ে উত্তেজনা বিরাজ করলে দুই পক্ষকে নিয়ে গতকাল বুধবার আলোচনায় বসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এতে দুইপক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকেন।

পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

ওসি আরও জানান, শুক্রবার ভোর পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। বিরোধপূর্ণ অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় ছাতকে ১৪৪ ধারা জারি 
বিক্ষোভের ডাকে ১৪৪ ধারা জারি পাকিস্তানে
পাকিস্তানে ১৪৪ ধারা জারি
ঝিনাইদহে দুই স্থানে ১৪৪ ধারা জারি
X
Fresh