• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্কুলছাত্রীকে বখাটের ছুরিকাঘাত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ১৪ মার্চ ২০১৮, ১২:৫৫

চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর এলাকায় বখাটের ছুরিকাঘাতে এক স্কুলছাত্রী আহত হয়েছে।

আহত ওই শিক্ষার্থীকে প্রথমে সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার সকালে এই ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রীর নাম সাথী খাতুন (১৩)। সে হুজরাপুর রেলবাগান এলাকার আব্দুস সামাদের মেয়ে এবং কামাল উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

--------------------------------------------------------
আরও পড়ুন: ঘিওরে বাস খাদে পড়ে নিহত এক, আহত ৩৫
--------------------------------------------------------

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান জানান, সাথী সকাল ১০টার দিকে বাড়ি থেকে তার এক বান্ধবীর সঙ্গে স্কুলে আসছিল। এসময় হুজরাপুরে পৌঁছলে রেলবাগান এলাকার ফাকু উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (২৫) তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি জানান, সাথীর পরিবারের সঙ্গে মনিরুলের বিরোধ ছিল। এ ঘটনার জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে থাকতে পারে।

তবে আহত সাথী জানায়, গত দুই দিন আগে থেকে ওই বখাটে তাকে বিরক্ত করে আসছিল। আজ সকালে স্কুল আসার সময় পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এসময় ওই বখাটে তার স্কুল ব্যাগটিও ছিনিয়ে নিয়ে যায়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডাক্তার খাইরুন নেসা জানান, সাথীর পেটের দুই জায়গায়, বাম উরুতে এবং ডান বাহুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
X
Fresh