• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নাটোরে জঙ্গি সন্দেহে আটক ৪

নাটোর প্রতিনিধি

  ১৩ মার্চ ২০১৮, ১০:১৫

নাটোরের দিঘাপতিয়ার একটি বাড়ি থেকে জঙ্গি সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ। এসময় সেখান থেকে ৫টি ককটেল, ল্যাপটপ, তিনটি ছোরা, জেহাদী বই উদ্ধার করা হয়। তবে আটকদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে দিঘাপতিয়া উত্তরা গনভবনের পেছনের একটি বাড়ি থেকে তাদের আটক করে এসব মালামাল উদ্ধার করা হয়।

নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে জানা যায়, দিঘাপতিয়া উত্তরা গণভবনের পেছনের এলাকায় দুটি বাড়িতে সন্দেহজনক কিছু অপরিচিত লোকের আনাগোনা লক্ষ্য করা গেছে। এর ভিত্তিতে সোমবার মধ্য রাত থেকেই বিপুল সংখ্যক পুলিশ বাড়ি দুটি ঘিরে রাখে। রাতের অন্ধকারে বাড়িতে অভিযান না চালিয়ে দিনের আলো ফুটে ওঠার অপেক্ষায় থাকে পুলিশ। পুলিশের আহ্বানের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে মোহাম্মদ ইকবালের বাড়ি থেকে চারজন আত্মসমর্পণ করে। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৫টি ককটেল, ল্যাপটপ, তিনটি ছোড়া, বেশ কিছু জেহাদী বই উদ্ধার করা হয়। অপর বাড়িটিতে কেউ ছিল না। আটকদের পরিচয় বা কি উদ্দেশ্যে তারা ওই বাড়িতে অবস্থান করছিল, সে বিষয়ে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর সব কিছু জানা যাবে।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিককে তুলে নিয়ে কুপিয়ে জখম করলেন প্রেমিকা
টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ 
নানা বাড়িতে বেড়াতে এসে ২ বোনের মৃত্যু
‘পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই’
X
Fresh