• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হাঁসের বাচ্চাটি মরেনি, মারা গেলেন ছিদ্দীক

অনলাইন ডেস্ক
  ১২ মার্চ ২০১৮, ১৮:০৭

রাজশাহীতে ভ্যানের চাকার নিচে পড়ে হাঁসের বাচ্চা মারা যাওয়ার খবর শুনে ভ্যান চালককে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেললেন তার চাচাতো ভাই।

আজ (সোমবার) সকাল সাড়ে ৭টার দিকে পবা উপজেলার নওহাটা পৌরসভার বাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। নিহত ভ্যান চালক ছিদ্দীক বাঘাটা গ্রামের আব্দুল করিমের ছেলে।

রাজশাহী মহানগর এয়ারপোর্ট থানার ওসি রাজিবুল ইসলাম জানান, সকালের দিকে ছিদ্দীক বাড়ি থেকে বের হওয়ার সময় আব্দুর রাজ্জাকের একটি হাঁসের বাচ্চা ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে যায়। হাঁসের বাচ্চাটি মারা গেছে বলে রাজ্জাকের স্ত্রী সালমার সঙ্গে ছিদ্দীকের কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে চাচাতো ভাই রাজ্জাক বাঁশের একটি লাঠি দিয়ে ছিদ্দীকের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান ছিদ্দীক। তবে ওই হাঁসের বাচ্চা মারা যায়নি। গুজবের কারণে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ছিদ্দীকের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী ইরানী বেগম সালমা পালিয়ে যান।

তবে রাজ্জাকের ছোট ভাই মাহাবুর ও বাবা আরিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
এফডিসিতে মারামারি, যা বললেন অঞ্জনা
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
X
Fresh