• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ঝুঁকিপূর্ণ ভবনে কয়েকশ’ পরিবার

গোলাম কিবরিয়া

  ১১ মার্চ ২০১৮, ১৮:০৫

কুমিল্লা শহরের ১৬৭টি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায়, এগুলোকে পরিত্যক্ত ও নিষিদ্ধ ঘোষণা করে কুমিল্লা সিটি করপোরেশন(কুসিক)। তবু এসব ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করছে কয়েকশ’ পরিবার।

এসব ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কুসিক। কিন্তু ভবন মালিকরা এই নির্দেশের তোয়াক্কা না করেই বসবাস করছেন। কেউ কেউ আবার ভাড়াও দিচ্ছেন ঝুঁকিপূর্ণ এসব ভবন। আর কম টাকায় ভাড়া পাওয়ায় লুফে নিচ্ছেন ভাড়াটিয়ারা।

বিশেষজ্ঞদের মতে, অল্প মাত্রার ভূমিকম্প হলেও এসব ভবন ভেঙে যেতে পারে। তাই ঝুঁকি এড়াতে যতদ্রুত সম্ভব এসব ভবন ভেঙে ফেলতে হবে।

কুসিকের প্রধান প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভুইয়া বলেন, তালিকা করে ঝুঁকিপূর্ণ ভবন খালি করার জন্য মালিকদেরকে তিনবার চিঠির মাধ্যমে জানানো হয়েছে। কিন্তু আমলে নিচ্ছেন না তারা। তবে দ্রুতই এসব ভবন থেকে জনবসতি সরাতে আইনি পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে কুমিল্লার শহরের ১৬৭টি ঝুঁকিপূর্ণ ভবনকে পরিত্যক্ত ঘোষণা করে কুসিক।

আরও পড়ুন:

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুমিল্লায় বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত
সিএনজিচালককে হত্যায় ২ যুবকের মৃত্যুদণ্ড 
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
X
Fresh