• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘৬৪ হাজার বিদ্যালয়ে নতুন ক্লাসরুম বানানো হবে’

বাগেরহাট প্রতিনিধি

  ১১ মার্চ ২০১৮, ১৫:৩৩

আগামী তিন বছরের মধ্যে দেশের ৬৪ হাজার বিদ্যালয়ে নতুন ক্লাসরুম বানানো হবে। এ উপলক্ষে এরইমধ্যে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জানালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

রোববার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীর হিসাব করে এসব ক্লাসরুম বানানো হবে। যেসব বিদ্যালয়ে শিক্ষার্থী বেশি সেসব বিদ্যালয়ে বেশি ক্লাসরুম বানানো হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে, বিগত সরকারগুলো যা চিন্তাও করেনি। বিনামূল্যে জানুয়ারির ১ তারিখে বই বিতরণ, শিক্ষাবৃত্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে মা সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, মন্ত্রীর একান্ত সচিব শেখ আতাহার হোসেন, জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, সিভিল সার্জন অরুণ চন্দ্র মণ্ডল, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান, জেলা প্রাথমিক কর্মকর্তা অশোক কুমার সমদ্দার।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh