• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জেলা পরিষদের পরিত্যক্ত ভবন ধস, আহত ৩ শিক্ষার্থী

ফরিদপুর প্রতিনিধি

  ১০ মার্চ ২০১৮, ১৫:৪৪

ফরিদপুর সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের লোহারটেক এলাকায় জেলা পরিষদের পরিত্যক্ত একটি ভবনের ছাদ ধসে তিন শিক্ষার্থী আহত হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

আহত শিক্ষার্থীদের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন, পঞ্চম শ্রেণির সাহেদ ও চতুর্থ শ্রেণির উজ্জ্বল।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সাইফুজ্জামান জানান, ভবন ধসের খবর পেয়ে ফরিদপুর ও সদরপুরের দুইটি ইউনিট উদ্ধার তৎপরতা শুরু করেছে।

তিনি বলেন, ভবনটির পাশের লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় পরিত্যক্ত ওই ভবনের ভেতরে স্কুলের কিছু শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।

লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিন খান জানান, দুপুর দেড়টার সময় টিফিনের বিরতির সময় স্কুলের পাশে ভবনটি বিকট শব্দে ধসে যায়। পরে সেখান থেকে তিনি শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরবিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ভবন ধসের খবর পেয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহসহ স্থানীয় লোকজন ছুটে যায়। স্থানীয়দের সহায়তায় সকলেই উদ্ধার কাজ করছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে নির্মাণাধীন হলের ছাদ ধসে আহত ৯
X
Fresh