• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গাইবান্ধায় ৩ ঘণ্টায় ৮ লাশ

গাইবান্ধা প্রতিনিধি

  ১০ মার্চ ২০১৮, ১৩:১৩

গাইবান্ধার পলাশবাড়ীতে তিন ঘণ্টার ব্যবধানে আলাদা সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার জুনদহ নামক স্থানে আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে ৫ জন নিহত হন।

পলাশবাড়ী থানার ওসি জানান, ঢাকা থেকে রডবোঝই একটি ট্রাক রংপুর যাবার পথে পলাশবাড়ী উপজেলার জুনদহ নামক জায়গায় পৌঁছলে এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এসময় ট্রাকের উপরে থাকা ১০ জন যাত্রীর মধ্যে পাঁচ জন নিহত হয়েছেন। বাকিদের উদ্ধার করা হচ্ছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: এক ভুলে প্রাণ গেলো মা-ছেলের
--------------------------------------------------------

এর আগে সকাল ১০টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সেসময় আহত হন আরও ১০ জন।