• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাস-ভটভটির সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধি

  ১০ মার্চ ২০১৮, ১০:৪৮

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও নসিমনের (ভটভটি) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ডের সরকার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের রাজু, জাকির ও খসরু। তারা সবাই রাজমিস্ত্রির কাজ করতেন।

পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল হাসান আরটিভি অনলাইনকে জানান, গাইবান্ধাগামী একটি নসিমনের সঙ্গে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের তিনজন যাত্রী মারা যান।

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত ১০ জনকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বাসটিকে আটক করা সম্ভব হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
X
Fresh