• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পুলিশ কনস্টেবল নিয়োগ: ঘুষের ৪ লাখ টাকাসহ আটক ৩

বরিশাল প্রতিনিধি

  ০৯ মার্চ ২০১৮, ১০:১৫

বরিশালে পুলিশ কনস্টেবল নিয়োগে ঘুষ দুর্নীতির অভিযোগে নগদ চার লাখ টাকাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বরিশাল বিভাগীয় হাসপাতালের ওয়ার্ড বয় মো. হানিফ বেপারী, সাইদুর রহমান ও তাদের আত্মীয় সেকেন্দার হাওলাদার।

এসময় তাদের কাছ থেকে নগদ চার লাখ টাকা ও জনতা ব্যাংকের দুটি চেকের পাতা উদ্ধার করা হয়েছে।

বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন আরটিভি অনলাইনকে জানান, আটককৃতরা পুলিশ কনস্টেবল পদে পরীক্ষারত গৌরনদী উপজেলার নলচিড়া গ্রামের শাহরিয়ার জয় ও রেজাউল সরদারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা গ্রহণ করে।

--------------------------------------------------------
আরও পড়ুন: দেহ থেকে বের হলো ২ কেজি স্বর্ণ
--------------------------------------------------------

তারা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য পাঁচ ও দুই লাখ টাকার জনতা ব্যাংকের দুটি পাতা সিকিউরিটি মানি হিসেবে জমা রাখে।

গোপন খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের আটক করে ও তাদের কাছ থেকে নগদ চার লাখ টাকা ও চেক দুটি উদ্ধার করে।

এদিকে ঘুষের টাকা উদ্ধারের ঘটনা ছাড়াও গেলো ৬ মার্চ মোবাইল ফোন ব্যবহার করে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় উত্তর লেখার ঘটনায় আরও দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তাদের নাম জানা যায়নি।

এই নিয়ে কনস্টেবল নিয়োগের ঘটনায় বিভিন্ন অপরাধে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও চার থেকে পাঁচটি চক্র কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে প্রতারণার আশ্রয় নিয়ে টাকা আত্মসাৎ করছে। তাদেরকেও আটক করার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh