• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পিস্তল ও গুলিসহ ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ মার্চ ২০১৮, ০৯:০৪

চট্টগ্রামের অক্সিজেন বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এসময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শ্যুটারগান, একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় অক্সিজেন-কুয়াইশ বঙ্গবন্ধু এভিনিউ সড়কের অ্যাপোলো হাসপাতালের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোরশেদ আলম (২৮), জাবেদ (২৮), শামীম হোসেন (২৯), জাহেদুল আলম (৩৪) ও মামুন (২০)।

--------------------------------------------------------
আরও পড়ুন: দেহ থেকে বের হলো ২ কেজি স্বর্ণ
--------------------------------------------------------

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে বানিয়াপাড়া এলাকায় অবস্থান করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, এসময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শ্যুটারগান, সাত রাউন্ড গুলিসহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ছিনতাই কাজের জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ মরিচের গুঁড়া পাওয়া যায়।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার
X
Fresh