• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশিরা কাজে পিছিয়ে পড়ে না : বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ অক্টোবর ২০১৬, ১৭:০২

বাংলাদেশের মানুষ পরিশ্রমী। তারা কোনো কাজে পিছিয়ে পড়ে না। বললেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

মঙ্গলবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রাম সমিতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এসময় তাকে স্বাগত জানান সমিতির সদস্যরা।

বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত উন্নয়ন কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে কথা বলেন জিম ইয়ং কিম। তিনি বলেন, এ দেশের উপকারভোগীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত হয়েছি। এখানে অতিরিক্ত বিনিয়োগ করবো।

২০১২ সাল থেকে বিশ্বব্যাংকের অর্থায়নে ‘নতুন জীবন’ নামে পরিচালিত হচ্ছে নারীদের দারিদ্র বিমোচন ও জীবন মান উন্নয়ন প্রকল্প। বাস্তবায়নে কাজ করছে এসডিএফ নামে বেসরকারি উন্নয়ন সংস্থা। এ প্রকল্পের মাধ্যমে ৫০ লাখ নারীর দারিদ্র্য বিমোচন হবে।

এর আগে সকালে হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছান বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এরপর উজিরপুর উপজেলার ভরসাকাঠী প্রাইমারী স্কুল কাম সাইক্লোন শেল্টার ও সোলার প্যানেল পরিদর্শন শেষে ১১.৩০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করেন তিনি।

এসএস/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh