• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বগুড়ায় যৌথ অভিযান

অনলাইন ডেস্ক
  ১৮ জুলাই ২০১৬, ১৭:১০

জঙ্গি, জঙ্গিপ্রশিক্ষণকেন্দ্রে ও তাদের আস্তানার সন্ধানে বগুড়ার দু’টি উপজেলায় অভিযানে নেমেছে যৌথ বাহিনী।

রোববার মধ্য রাত থেকে জেলার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলে যৌথ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনী।

জঙ্গি প্রশিক্ষণকেন্দ্রের খোঁজে বগুড়ার ধুনট ও সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলে যৌথ অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানিয়েছেন, সারিয়াকান্দি উপজেলার কাজলার চর ও ধুনট উপজেলার নিমগাছিতে জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হয় এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব, বিজিবি ও পুলিশের সাড়ে ৪০০ সদস্য একযোগে অভিযান চালাচ্ছে।

তিনি জানান, এ পর্যন্ত বেশ কিছু জিহাদী বই ও চাপাতি উদ্ধার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন জঙ্গির সন্ধান পাওয়া গেছে। পুরো বিষয়গুলো অভিযান শেষে জানানো হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh