• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অডিটরের বাসা থেকে ভূমি অধিগ্রহণের ৯২ লাখ টাকা উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

  ০৭ মার্চ ২০১৮, ১৩:০৩

কিশোরগঞ্জ কালেক্টরেটে ভূমি অধিগ্রহণের আত্মসাতকৃত পাঁচ কোটি টাকার মধ্যে ৯২ লাখ টাকা উদ্ধার করেছে দুদক।

মঙ্গলবার দিনগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার কাতিয়ারচর গ্রামের অডিটরের বাড়িতে রাত ১২টা থেকে দুইটা পর্যন্ত অভিযান পরিচালনা করে এ টাকা উদ্ধার করে দুদক।

দুদক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আদালতের অনুমতি নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় সৈয়দুজ্জামানের বাড়িতে রাতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির টিনের চালার মাচা থেকে প্যাকেট করা অবস্থায় টাকাগুলো পাওয়া যায়। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।

প্রসঙ্গত, কালেক্টরেটে ভূমি অধিগ্রহণের পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলামকে গেলো ১৭ জানুয়ারি পিরোজপুর থেকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।

পরে গেলো ২৯ জানুয়ারি সেতাফুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি টাকা আত্মসাতের কথা স্বীকার করেন। পরে এরসঙ্গে জড়িত সন্দেহে জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের অডিটর সৈয়দুজ্জামান ও পিয়ন দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
X
Fresh