• ঢাকা শনিবার, ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০
logo

ফয়জুরের সাইকেল উদ্ধার

অনলাইন ডেস্ক
  ০৭ মার্চ ২০১৮, ১১:০৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার পর আটক ফয়জুর রহমান শফিকুরের ব্যবহৃত বাইসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ফটকের একটি ওয়ার্কশপে পরিত্যক্ত অবস্থায় সাইকেলটি পাওয়া গেছে।

ওয়াহাব বলেন, সিসি ক্যামেরায় ফয়জুরকে সাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেখা গেছে। ঘটনার পর তার পকেট থেকে সাইকেলের চাবি, একটি ছয় ইঞ্চি ছুরি, চিড়া এবং ১০ টাকা পাওয়া যায়।

ঘটনার পর থেকে সাইকেলটি পাওয়া যাচ্ছিল না। মেকানিক্যাল স্টোর থেকে বাইসাইকেলটি উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গেলো শনিবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল।

পরে গুরুতর আহত অবস্থায় জনপ্রিয় এ লেখককে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার পরপরই ফয়জুরকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ত্রোপচারে বের হলো পায়ুপথে ঢুকে পড়া কুঁচিয়া
সিলেট টেস্টে সাফল্যের রহস্য উন্মোচন করলেন ডি সিলভা
সিলেট টেস্টসহ টিভিতে আজকের খেলা
দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে যা বললেন মিরাজ
X
Fresh