• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডিসি জাহিদুলকে গোপালগঞ্জে দাফন

গোপালগঞ্জ প্রতিনিধি

  ১৮ অক্টোবর ২০১৬, ১৩:৩৪

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় গোপালগঞ্জে গ্রামের বাড়ি শুকতাইলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০ টায় শুকতাইল স্কুল মাঠে তার জানাযার নামাজ হয়। জানাযায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাহামুদ হাসান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. মোকলেচুর রহমানসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন মো. জাহিদুল ইসলাম। সোমবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে টাস্কফোর্সের সমন্বয় সভায় যোগ দিতে আসেন তিনি। সভা শুরুর আগে সম্মেলন কক্ষে তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। কথা বলার এক পর্যায়ে তিনি মেঝেতে পড়ে যান। পরে রাজশাহী মেডিক্যালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিকেলে জানাজা শেষে রাত আড়াইটার দিকে তার মরদেহ গ্রামের বাড়ি শুকতাইলে এসে পৌঁছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh