• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে রবির চার টেকনিশিয়ান অপহরণ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি

  ০৬ মার্চ ২০১৮, ২২:৩০

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা থেকে মোবাইল কোম্পানি রবি’র চার টেকনিশিয়ান অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে বলে জানা গেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে যোগ্যছোলা ইউনিয়নের ছদুরখীল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন মো. হারুন, মো. গিয়াস উদ্দীন, মো. শরিফুল ইসলাম ও মো: মিজানুর রহমান।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের কদুরখীল এলাকা থেকে বিকেলে তাদের অপহরণের ঘটনা ঘটে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে খোঁজ খবর নিয়ে অপহরণের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: একযুগ ধরে শিকলবদ্ধ তিনি
--------------------------------------------------------

তিনি আরও বলেন, অপহৃত চারজনই রবির টাওয়ারের টেকনিশিয়ান। অপহরণের আগ পর্যন্ত অপহৃতরা টাওয়ারে কাজ করছিলেন। অপহৃতদের বিস্তারিত পরিচয় জানার জন্য চেষ্টা চালানো হচ্ছে।

তবে কি কারণে এবং কারা অপহরণ করেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি বলেও জানান ওসি।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানিকছড়িতে রবি কোম্পানি থেকে চাঁদা দাবী করে আসছিল অস্ত্রধারী সন্ত্রাসীরা। তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ৩/৪টি মোটরসাইকেল যোগে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ওই চার টেকনিশিয়ানকে অপহরণ করে নিয়ে যায়।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বশেমুরবিপ্রবিতে ভার্চ্যুয়ালি ক্লাস, বন্ধ থাকবে সকল পরীক্ষা
পানছড়িতে রাতের আঁধারে করাত কলে আগুন
পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিলো নবজাতকের মরদেহ
খাগড়াছড়ির সব ব্যাংকে নিরাপত্তা জোরদার
X
Fresh