• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ওসির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

জয়পুরহাট প্রতিনিধি

  ০৬ মার্চ ২০১৮, ১৮:৪৩

জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার স্ত্রীর দায়ের করা ধর্ষণচেষ্টা মামলায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা শিশু ও নারী নির্যাতন দমন আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দাম্পত্য ও পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিঠুর স্ত্রী শিউলী বেগম থানায় আসেন।

এসময় ওই মামলায় সুবিধা দেয়ার কথা বলে ওসি সিরাজুল ইসলাম তাকে কুপ্রস্তাব দিয়ে তার হাত ধরে টানাটানি করতে থাকেন। এ অবস্থায় শিউলী থানা চত্বর ত্যাগ করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: অনুমতি দিলে প্রধানমন্ত্রীর চেয়ে বড় জনসভা করবে বিএনপি: খসরু
--------------------------------------------------------

পরে আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন শিউলি বেগম।

অভিযোগ আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন।

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেনো তার দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য।

তবে অভিযোগ অস্বীকার করে আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।

আরও পড়ুন:

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
মেকআপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রোডাকশন ম্যানেজার
মান বাঁচাতে গিয়ে ফেঁসে গেলেন রাজনৈতিক কর্মী
X
Fresh