• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অনুমতি দিলে প্রধানমন্ত্রীর চেয়ে বড় জনসভা করবে বিএনপি: খসরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মার্চ ২০১৮, ১৮:৩৪

আগামী ১০ মার্চ খুলনায় বিএনপিকে জনসভার অনুমতি দেয়া হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার চেয়ে কয়েকগুণ বড় জনসভা হবে। বললেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার চট্টগ্রামের নাসিমন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপির এ নেতা।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, খুলনায় সার্কিট হাউস ময়দানে যদি বিএনপিকে অনুমতি দেয়া হয়, প্রধানমন্ত্রী যে জনসভা করেছে তার চেয়েও কয়েকগুণ বড় জনসভা হবে বিএনপির হবে। সেই ভয়েই বিএনপিকে জনসভার অনুমতি দেয়া হচ্ছে না।

--------------------------------------------------------
আরও পড়ুন: ফখরুলের বক্তব্যে বিএনপির ভোট কমবে: কাদের
--------------------------------------------------------

তিনি বলেন, অসাংবিধানিক ও অনৈতিক উপায়ে নির্বাচনের এক বছর আগে থেকেই সরকার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। আজকে সবকিছুর ব্যত্যয় ঘটিয়ে অনির্বাচিত প্রধানমন্ত্রী জনসভা ডেকে জনগণকে শপথ করাচ্ছে। এটা সংবিধানের পরিপন্থী, আইনের পরিপন্থী, নৈতিকতার পরিপন্থী। এর কারণ আছে, উনি জানেন। উনার দল, উনার পায়ের নিচে কোনো মাটি নাই। না হলে এক বছর আগে জনসভা ডেকে শপথ করানোর দরকারটা কী?

তিনি আরও বলেন, সরকারের যদি জনগণের ওপর আস্থা থাকত তাহলে শপথ করিয়ে ভোট চাইতো না। আর ভোট চাওয়ারও নিয়ম নেই।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ চট্টগ্রাম বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করে। নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, শামসুল আলম ও আবুল হাসেম বক্কর।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আন্দোলনের মাধ্যমেই আমরা সাংবিধানিক অধিকার ফিরে পাব’
মির্জা ফখরুল ও আমীর খসরুর জামিন, কারামুক্তিতে বাধা নেই
ফখরুল-খসরুর জামিন শুনানি ১৪ ফেব্রুয়ারি
X
Fresh