• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লক্ষ্মীপুরে ১৪ মামলার আসামির মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, লক্ষ্মীপুর

  ১৮ অক্টোবর ২০১৬, ১২:১৬

লক্ষ্মীপুরের রামগতি এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত ও ১৪ মামলার আসামি মজনু’র গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মজনু চরআফজাল গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।

মঙ্গলবার সকালে চররমিজ ইউনিয়নের চরআফজাল গ্রামের আজাদ মেমোরিয়াল স্কুলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে ফকির ও মজনু ডাকাত বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় মজনু গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

ঘটনাস্থল থেকে একটি পাইপ গান ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, মজনুর বিরুদ্ধে ডাকাতি, অপহরণসহ ১৪টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ নৌ-ডাকাত। সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে পাইপ গান ও কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হবে।

এসএস/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh