• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ট্রাকচাপায় স্কুল শিক্ষিকা নিহত: শ্রমিকদের সঙ্গে নিহতের স্বজনদের সংঘর্ষ

নরসিংদী প্রতিনিধি

  ০৬ মার্চ ২০১৮, ১৪:৩৯

নরসিংদী সদর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও দুই যাত্রী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে রায়পুরা-নরসিংদী সড়কের বাদুয়ারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ফাতেমাতুজ যোহরা মুক্তা (২৮)। তিনি পঞ্চবটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাদুয়ারচর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার সকালে রায়পুরা-নরসিংদী সড়কের বাদুয়ারচর এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তা নামের এক শিক্ষিকা মারা যান। আহত হন আরও দুইজন।

ওসি আরও জানান, ঘাতক ট্রাকটি সিএনজিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় আরশীনগর সিএনজি স্টেশনে ট্রাকটিকে এলাকাবাসীর সহায়তায় আটক করা হয়।

এসময় নিহতের স্বজনরা গাড়ি চলাচলে বাধা দিলে শ্রমিক ইউনিয়ন কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।

এ ঘটনার ফুটেজ সংগ্রহ করতে গেলে চ্যানেল ২৪ এর ক্যামেরাম্যানসহ আরও অন্তত ১০ জন আহত হয়। এদের মধ্যে সাতজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ অভিযুক্ত ট্রাকটি আটক করেছে।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি ২৫ হাজার কোটি টাকার বেশি : বিআরটিএ
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
ঈদযাত্রায় সড়কে ঝরল ৪০৭ প্রাণ
স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
X
Fresh