• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাগান থেকে হত্যা মামলার আসামির মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

  ০৫ মার্চ ২০১৮, ১৯:৫৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার বরাশুর গ্রামের নিজ বাড়ির খুব কাছে একটি সুপারী বাগানের মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম শফিকুল শেখ (৩৩)। তিনি কালাম শেখের ছেলে এবং কাশিয়ানীর ভাটিয়াপাড়ার খোকন সাহার ছেলে রাজু সাহা হত্যা মামলার আসামি ছিলেন। সম্প্রতি তিনি ওই হত্যা মামলায় জামিন নিয়ে বাড়িতে ছিলেন। ২০০৬ সালে ভাটিয়াপাড়া বাজারে সন্ধ্যার পরে সন্ত্রাসীরা রাজু সাহাকে কুপিয়ে হত্যা করে।

এদিকে, শফিকুলকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে তার সমর্থকেরা প্রতিপক্ষের কয়েকটি দোকান ও বাড়িঘরে হামলা-ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় টান টান উত্তেজনা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কাশিয়ানী ও মুকসুদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে বলা যাবে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
X
Fresh