• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিপদ এখনও কাটেনি, কিছুটা পিছু হটেছেন খালেদা

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

  ১৭ অক্টোবর ২০১৬, ২১:৪৭

জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের শরীক দলগুলো যুদ্ধে নেমেছে। সেই যুদ্ধে জঙ্গি-সন্ত্রাসীরা, তাদের মদদদাতা খালেদা জিয়া ও বিএনপিচক্র কিছুটা পিছু হটেছে। তবে এখনও বিপদ কাটেনি, পুরোপুরি নিরাপদ হয়নি বাংলাদেশ। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার সন্ধ্যায় রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ৩ দিনের ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বললেন, জঙ্গি দমনের যুদ্ধে চলচ্চিত্র শক্তিশালী হাতিয়ার। জঙ্গিবাদ দমনে সবার ঐক্য দরকার। সে ঐক্যকে সফল পরিণতের দিকে নিয়ে যেতেও চলচ্চিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে।

তিনি বললেন- জঙ্গিবাদও খারাপ, জঙ্গিদের সঙ্গীরাও খারাপ। জঙ্গিবাদও খারাপ, জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতারাও খারাপ। সুতরাং জঙ্গিবাদকে ছাড় দিতে না চাইলে জঙ্গিদের সঙ্গীদেরও একচুল ছাড় দেয়া যাবে না। তাই চলচ্চিত্রে শুধু জঙ্গিদের কর্মকাণ্ড তুলে ধরলে হবে না, তাদের সঙ্গীদের কর্মকাণ্ডও তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন।

মঙ্গলবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জঙ্গিবাদবিরোধী এ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

এস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh