• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদীতে গণপিটুনিতে ডাকাত নিহত

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৩ মার্চ ২০১৮, ০৯:৪৪

নরসিংদী জেলার রায়পুরায় গ্রামবাসীর গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির নাম কামাল মিয়া। তিনি এলাকায় ডাকাত পিচ্চি কামাল (৪০) নামেই পরিচিত।

শনিবার ভোরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আগানগর খেয়াঘাটে এই ঘটনা ঘটে।

নিহত পিচ্চি কামাল উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের বালুকান্দি গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নিহত পিচ্চি কামালের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে ধরার জন্য হন্য হয়ে খুঁজছিল। এই ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, আগানগর গ্রামে ডাকাতি প্রতিরোধে রাত জেগে নিয়মিত পাহাড়া দেয় গ্রামবাসী। আজ ভোরে একদল ডাকাত গ্রামে ঢুকেছে এরকম খবর পেয়ে ধাওয়া করে গ্রামবাসী। ওই সময় পিচ্চি কামালকে ধরে গণপিটুনি দেয় তারা। গ্রামবাসীর ধারালো অস্ত্র, টেঁটা ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তবে পিচ্চি কামালের ছোট ভাই হানিফ মিয়ার দাবি, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলের শ্রেষ্ঠ ওসি ভূঞাপুর থানার আহসান উল্লাহ্
পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার 
ময়মনসিংহে দৌড়ে ছিনতাইকারী ধরলেন ডিবির ওসি
কুকি-চিনের প্রধান সমন্বয়ক গ্রেপ্তার
X
Fresh