• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাচারের তিনদিন পর তিন কিশোরী উদ্ধার, আটক তিন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০২ মার্চ ২০১৮, ১৭:৪১

চুয়াডাঙ্গায় পাচারের তিনদিন পর তিন কিশোরীকে উদ্ধার এবং তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ।

উদ্ধারকৃতরা হলেন- তন্নি খাতুন, সুমাইয়া খাতুন ও তাসনিনা খাতুন এবং আটককৃতরা হলেন- তাজনিনা, মালেকা খাতুন ও আব্দুল মালেক।

গত সোমবার দুপুরে কাজের প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গা জাফরপুর থেকে এই তিন কিশোরীকে পাচার করে ঢাকা মিরপুরে নিয়ে আটকে রাখেন তাজনিনা খাতুন। তাদেরকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়।

একপর্যায়ে পাচারকৃতরা কৌশলে মোবাইল ফোনের মাধ্যমে পরিবারকে ঘটনাটি জানালে পাচারকারীদের নামে থানায় অভিযোগ করা হয়।

অভিযোগের সূত্র ধরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তন্নি, সুমাইয়া ও মিষ্টিকে উদ্ধার করে। এসময় তাজনিনা ও মালেকাকে আটক করা হয়।

পরে তাদের দেয়া তথ্যর ভিত্তিতে চুয়াডাঙ্গা জফরপুর থেকে চয়ন নামে আরও এক পাচারকারীকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল খালেক জানান, এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
জিম্মি জাহাজ উদ্ধার প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh