• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র, এককাপ চাও নেই!

গোপালগঞ্জ প্রতিনিধি

  ০১ মার্চ ২০১৮, ১৯:৫৩

মেয়াদ উত্তীর্ণের দুবছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ-নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ এর বড় অংশটি হল এই কোটালীপাড়া। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ নির্বাচনের।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ কামাল হোসেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌরসভার নতুন মেয়র নির্বাচিত হওয়া নিয়ে ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। কেউ কেউ বলছেন এক কাপ চাও পান করতে পারলাম না। তার আগেই পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে গেলো।

কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার শেখ কামাল হোসেন জেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।