• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মোড় ঘোরাতে গিয়ে বাস পুকুরে, আহত ৪০

নওগাঁ সংবাদদাতা

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৪

নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়ে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মইনুল হক (২৯), আনিছুর রহমান (২৬), হারুন অর রশিদ (৩০), জাকির (২৬), মাজেদা (৫৭), আজাদুল (৬০), প্রশান্ত (৩৫), অসিত (৩৬), বর্ষা (৮), সুমুন (২৬), মারুফা (১৬), হেলাল (৬০), মোশারফ (৪০), আবুল (৫০), ফিরোজ হোসেন (৪৫), মোজাম্মেল হক (৬৮), মোস্তাকিন (৬০), আনিসুর রহমান (২৫) ও ফারুক হোসেনের (৩০) নাম জানা গেছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, মঙ্গলবার সকালে দুর্ঘটনাকবলিত বাসটি জয়পুরহাট থেকে নওগাঁ আসার পথে রামপুর নামক স্থানে মোড় ঘুরাতে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন:

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
X
Fresh