• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫০

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আহতদের গোপালগঞ্জ জেনারেল সদর হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাগেরহাট জেলা মহিলা পরিষদের সভাপতি এবং বাগেরহাট শহরের আমলাপাড়ার বাসিন্দা জীতেন সমদ্দারের মেয়ে শিল্পী সমদ্দার (৬৫), ইট-বালু ব্যবসায়ী কাশিয়ানী উপজেলার ভুধপাশা গ্রামের রুলু মোল্লার ছেলে শাহজাহান মোল্লা (৫০), ট্রাকের হেলপার বরকত তালুকদারের ছেলে সোহাগ তালুকদার (১৮) ও বাসের হেলপার নয়ন (২৫)।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান আরটিভি অনলাইনকে জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকের হেলপারসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। অন্তত ২০জন বাসযাত্রী আহত হন।

সহকারী পুলিশ সুপার আরও জানান, আহতদের মধ্যে ৩-৪জনের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ রাস্তার পাশে পড়ে যাওয়া বাস ও ট্রাকটি উদ্ধারে কাজ করছে।

ঘটনার সময় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে দুপুর দুইটা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন:

জেবি/পি/জেএইজ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ : চালক-হেলপার আটক
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিচয় মিলেছে
মার্চে সড়কে ঝরল ৫৬৫ প্রাণ, আহত ১২২৮
X
Fresh