• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সীতাকুণ্ড সংবাদদাতা

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় তেলবাহী গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তেলবাহী গাড়ির চালক আবুল কাসেম (৪০)ও তার সহকারী মো. কাসেম।

জোড়ারগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই একরামুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, দুটি গাড়ি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এর মধ্যে তেলবাহী গাড়িটি রাস্তার পাশে দাঁড়ানো ছিল। গাড়িটির যান্ত্রিক ত্রুটি থাকায় ওয়ারিংয়ের কাজ চলছিল। এসময় পেছন থেকে ট্রাকটি তেলবাহী গাড়িকে ধাক্কা দিলে দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আহত একজনকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তার নাম জানা যায়নি।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
বৃষ্টির সঙ্গে পড়ল ২৫০ গ্রাম ওজনের শিলা
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
সীতাকুণ্ডের ঝরনায় পর্যটকের মৃত্যু
X
Fresh