• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কুমিল্লা প্রতিনিধি

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৪৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি এলাকায় প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ তীব্র যানযটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোর চারটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকলেও সকাল সাড়ে আটটার পর থেকে ধীরগতিতে যানবাহন চলছে।

দাউদকান্দির ইলিয়টগঞ্জ সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত এই যানজট বিস্তৃত হয়েছে।

ঢাকাগামী কাভার্ডভ্যানের চালক বাদল মিয়া বলেন, সকাল ছয়টার মধ্যে ঢাকায় পৌঁছাতে না পারায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাঁচপুরের আগে মহাসড়কে বসে থাকতে হবে। কারণ ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ঢাকায় কাভার্ডভ্যানের মতো যান প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কামরুল হাসান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের অংশে দুই লেনের সংস্কার কাজ চলছে। এতে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টা থেকে এই যানজটের সৃষ্টি হয়। ধীরে ধীরে এর দৈর্ঘ্য ৪০ কিলোমিটারে পৌঁছে। যানজট কাটানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
X
Fresh