• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে নিহত ১, আহত ২০

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৪

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মুজাম্মেল হোসেন নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।

আহতদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার মধ্য রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়ি এলাকায় ওয়াজমাহফিলের আয়োজন করে আলিয়া মাদরাসার সুন্নি মতাদর্শের লোকজন।

ওয়াজ চলাকালে রাত ১১টার দিকে সুন্নিবিরোধী কওমি মাদরাসার ওয়াহাবী মতাদর্শের লোকজন হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

কিছুক্ষণের মধ্যেই এ সংঘর্ষ বৃহৎ আকার ধারণ করে। দুইপক্ষের হাজারো লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের জেরে আমবাড়ি, ঝিঙ্গাবাড়ি ও কাঁঠালবাড়ি নামের তিনটি গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে।

তিনি আরও বলেন, পাশাপাশি তারা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে একজন নিহত বেশ কয়েকজন আহত হয়েছেন।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

এমসি/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
সিলেটে হিট স্ট্রোকে রিকশাচালকের মৃত্যু
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সিলেটে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
X
Fresh