• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

২৫ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

অনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর ২০১৬, ১৪:২৬

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন জামায়াত কর্মী আবুল বশর। তার বিরুদ্ধে সাতটি হত্যাসহ ২৫টি মামলা রয়েছে।

শনিবার রাতে ছনখোলায় এ ঘটনা ঘটে। তিনি সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের দুদু মিয়ার ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর আবুল বশরকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ঘটনাস্থলে নিহত হন বশর।

সাতকানিয়ার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, বশর গেলো বছর জামায়াতের বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।

তিনি জানান, এঘটনায় পুলিশের আট সদস্য আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি আরো বলেন, বশর তার সহযোগীদের গুলিতেই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২টি বন্দুক ও ১টি এলজি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় জামায়াত নেতা আবুল ফয়েজের দাবি, আবুল বশর তাদের দলীয় কর্মী ছিলেন। গেলো রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে ছনখোলায় গুলি করে হত্যা করেছে। জামায়াত কর্মীদের সঙ্গে পুলিশের কোনো ধরনের গোলাগুলির ঘটনা ঘটেনি।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh