• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পরীক্ষার হলে ঢুকে ছাত্রীর শ্লীলতাহানি, যুবকের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫২

রাজশাহীর দুর্গাপুরে এসএসসি পরীক্ষা চলাকালে হলে ঢুকে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আফজাল শরীফ (১৮) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকালে উপজেলার বখতিয়ারপুর পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে। অভিযুক্ত শরীফ উপজেলার ভবানিপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে ও স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পাল জানান, পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি ছিল। কিন্তু তা ভেঙে পরীক্ষার হলে প্রবেশ করে এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালায় শরীফ। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে আদালতে অভিযোগ স্বীকার করায় তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে দুপুরের পর শরীফকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

এসএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
মেটার মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড দিলো রাশিয়া
একসঙ্গে বাসাভাড়া দুই মাদরাসাছাত্রীর, ছিল বিয়ের পরিকল্পনা
চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
X
Fresh