• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুমিল্লায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গুলি করে হত্যা

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২৯

কুমিল্লায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত দুইটার দিকে মোবারক হোসেন (৬০) নামে সাবেক এই সেনা সদস্যকে হত্যা করা হয়।

নিহত মোবারক হোসেন ধনুয়াখলা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে বলে জানা গেছে। তার বাড়ি কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামে।

খোঁজ নিয়ে জানা গেছে, সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি ট্রাভেলস ব্যবসার মাধ্যমে বিদেশে লোক পাঠাতেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে বাসার জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলি করার পরপরই মোবারক হোসেনকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কেন তাকে হত্যা করা হলো সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। তবে বিদেশে লোক পাঠানোর জের ধরেই এ ঘটনাটি ঘটতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মাহমুদুল হাসান সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন:

কেএইচ/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘তিলোত্তমা মুরাদনগর’ গড়তে সবার সম্মিলিত অংশগ্রহণ চাই : এমপি জাহাঙ্গীর
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
অবন্তিকার আত্মহত্যা মামলায় সহপাঠী আম্মানের জা‌মিন নামঞ্জুর
ঈদের আগে ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা জানালেন রেলমন্ত্রী
X
Fresh