• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পদ্মায় ভাসল ‘শিক্ষাতরী’

কেরানীগঞ্জ প্রতিনিধি

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৪

বিচ্ছিন্ন চরাঞ্চলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্নপূরণে এবার পদ্মায় ভাসল ‘শিক্ষাতরী’ নামে একটি নৌযান।

ঢাকার দোহার উপজেলা থেকে বিচ্ছিন্ন নারিশা জোয়ার, কৃষ্ণদেবপুরসহ কয়েকটি চরাঞ্চলের শিক্ষার্থীরা নদীপথে বিনা খরচে ইঞ্জিনচালিত এ নৌযানে স্কুল-কলেজে যাতায়াত করতে পারবেন।

এতদিন চরাঞ্চলের শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট নৌযানে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে স্কুল-কলেজে যাতায়াত করতেন।

সরকারের অর্থায়নে তৈরি এ নৌযানটি শুধুমাত্র শিক্ষক-শিক্ষার্থীরা নদী পাড় হওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। সরকারের জনবান্ধব এমন একটি উদ্যোগে খুশি চরাঞ্চলের বাসিন্দারা।

জানা যায়, দোহারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমিনের উদ্যোগে এলজিএসপি ৩-এর অর্থায়নে নৌযানটি তৈরি করা হয়। প্রকল্পের বাস্তবায়ন করেন নারিশা ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নৌযানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিডিএলজি ঢাকা জিয়াউল হক।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা কাজী নাহিদ রসুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমিন, সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, নারিশা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুটির ৫ দিনে পদ্মা সেতুতে যত টাকার টোল আদায়
পদ্মায় গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ 
পদ্মায় রেল ও ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্কুলছাত্র নিখোঁজ
পদ্মায় ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার, ছেলেসহ প্রকৌশলী নিখোঁজ
X
Fresh