• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রশিতে ঝুলেও কপালগুণে বেঁচে গেলেন ছাত্রলীগ নেতা

মাগুরা প্রতিনিধি

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৪

নারীঘটিত বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মাগুরা জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলাম।

কিন্তু আত্মহত্যায় ব্যবহৃত রশিটি ছিঁড়ে পড়ে যাওয়ায় তিনি আঘাতপ্রাপ্ত হন। গুরুতর অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহরের পারনান্দুয়ালি গ্রামের রেজাউলের প্রতিবেশীরা জানিয়েছেন, নারীঘটিত বিষয় নিয়ে রেজাউল এবং তার স্ত্রী মমতাজ বেগমের মধ্যে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল।

--------------------------------------------------------
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে যুবলীগ নেতা ও ট্রাকচাপায় নারীর মৃত্যু
--------------------------------------------------------

গেলো দুইদিন ধরে তাদের সেই কলহ আরো প্রকট আকার ধারণ করে। যার জের ধরেই বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রেজাউল ঘরের মধ্যে রশি ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

কিন্তু রশিটি ছিঁড়ে পড়ে যাওয়ায় তিনি আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর পর পরিবারের লোকজন তাকে মাগুরা সদর হাসপতালে ভর্তি করে।

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুথি সরকার জানান, রেজাউলের শারীরিক অবস্থা এখন ভালো। তবে মুখে কোনো কথা বলছেন না। পরবর্তী চিকিৎসার জন্য ভর্তি করে নেওয়া হয়েছে।

অন্যদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস বলেন, তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ভালো চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেখানে নিয়ে গেলে ভালো হয়ে উঠবেন বলে আশা করছি।

শেখ রেজাউল ইসলামের স্ত্রী মমতাজ বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোনে পাওয়া যায়নি।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা
নারী কয়েদির সঙ্গে কারারক্ষীর অনৈতিক সম্পর্ক, অতঃপর...
ডিবি কার্যালয়ে এসেও কাণ্ড ঘটিয়েছেন মাতাল নারীরা
X
Fresh