• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাওনা টাকা চাওয়ায় প্রতিবন্ধীকে পেটালেন ইউপি চেয়ারম্যান

কুড়িগ্রাম প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২২:১২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাওনা টাকা চাওয়ায় এক প্রতিবন্ধী যুবককে পিটিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এ ব্যাপারে কচাকাটা থানায় অভিযোগ করেছেন ওই প্রতিবন্ধী যুবক।

বুধবার দুপুরে উপজেলার মাদারগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের ঢেবঢেবির নামা চর গ্রামের জসমত আলীর শারীরিক প্রতিবন্ধী ছেলে ইছহাক আলী মাদারগঞ্জ বাজারে লেপতোশকের ব্যবসা করেন। এর সুবাদে ওই যুকের কাছ থেকে বল্লভের খাষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন ১০হাজার টাকা বাকিতে লেপ-তোশক কেনেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা
--------------------------------------------------------

পরে অনেক দিন ঘুড়িয়ে সাড়ে ৬হাজার পরিশোধ করেন চেয়ারম্যান। বাকি টাকা কয়েক দফা তারিখ দিয়েও পরিশোধ করেননি তিনি। বুধবার দুপুরে চেয়াম্যানের মাদারগঞ্জ বাজারস্থ কার্যালয়ে টাকা চাইতে গেলে চেয়ারম্যান আকমল হোসেন ক্ষিপ্ত হয়ে ইছহাককে মারপিট শুরু করেন। এক পর্যায় তার গলা চেপে ধরে মাটিতে ফেলে লাথি মারতে থাকেন। এ সময় পাশের দোকানে থাকা লোকজন এসে ইছহাককে উদ্ধার করেন। পরে থানায় অভিযোগ দেন ইছহাক।

কচাকাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম সরকার মারপিটের ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, পাশের দোকানে ব্যক্তিগত কাজ করার সময় হট্টগোলের শব্দ শুনতে পাই। পরে এগিয়ে গিয়ে দেখতে পাই, চেয়ারম্যান এক প্রতিবন্ধী যুবককে মারছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক খলিল জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন:

এসএইচ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০
চিলমারীতে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু
কুড়িগ্রামে তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ
মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু 
X
Fresh