• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে : জাপা

পটুয়াখালী প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৫৬

আমরা মনে করি সাংবিধানিক ধারাবাহিকতা এবং গণতন্ত্রের রীতিনীতি রক্ষা করার জন্য নির্বাচনের কোনও বিকল্প নেই। নির্বাচন হচ্ছে সরকার পরিবর্তনের বড় শক্তি। তাই শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে, এমনটাই জাতীয় পার্র্টির প্রত্যাশা। বললেন জাতীয় পাটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

বুধবার বিকেলে স্থানীয় সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির মহাসচিবসহ প্রেসিডিয়াম সদস্যদের একটি দল পটুয়াখালীতে সাংগঠনিক সফরে রয়েছেন।

জাপা মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩শ’ আসনে অংশগ্রহণ করবে এবং এসব আসনে একাধিক প্রার্থী নির্ধারণ করা হয়েছে। এসব প্রার্থীদের যাচাই-বাচাই শেষে মানোনয়নের জন্য পার্লামেন্টারি বোর্ডে পার্টির চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন।

এ সময় অন্যান্যের মধ্যে দলের প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, জিয়াউদ্দিন বাবলু, সৈয়দ আবুল হোসেন বাবলা, মজিবুল হক চুন্নু, সুনিল শুভ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।