• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ছাদের ফাঁদে পড়লো চোর

রাজশাহী প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫০

রাজশাহী নগরীতে চুরি করতে গিয়ে একটি ভবনের ছাদের কার্নিসে আটকা পড়া যুবককে উদ্ধার করেছে দমকল কর্মীরা।

মঙ্গলবার দিনগত রাত পৌনে তিনটার দিকে নগরীর সাধুর মোড় এলাকার চারতলা একটি ভবনের কার্নিস থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার ওই যুবক হলেন- নগরীর বালিয়াপুকুর এলাকার আব্দুল মান্নান সরকারের ছেলে রুপম আলী (২১)। তিনি নগরীর বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ বলছে- ওই যুবক দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। মাদকের অর্থ যোগাতে এলাকায় ছোটখাটো চুরিতে জড়িয়েছেন তিনি। আগের দায়ের করা চুরির মামলায় বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, আটকের পর ওই যুবক চুরির উদ্দেশ্যে ভবনে ওঠার কথা স্বীকার করেন। পরে তাকে আগের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে মঙ্গলবার দিনগত রাত পৌনে তিনটার দিকে তাকে পুলিশে হস্তান্তর করে দমকল কর্মীরা।

--------------------------------------------------------
আরও পড়ুন: পিকআপ ভর্তি ভেজাল সার
--------------------------------------------------------

এসআই শামীম আরও বলেন, রাতে আটকা পড়া ওই যুবককে উদ্ধারকালে স্থানীয়দের ওপর হামলা চালায় তার সঙ্গীরা। খবর পেয়ে নগর পুলিশের এডিসি আব্দুর রশিদসহ অতিরিক্ত পুলিশ পৌঁছালে পালিয়ে যায় হামলাকারীরা। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে রাত পৌনে একটার দিকে আটকে পড়া ওই যুবককে উদ্ধারে নামে দমকল কর্মীরা। পাশাপাশি দুটি ভবনের পর্যাপ্ত জায়গা না থাকায় মই ভেড়ানো যাচ্ছিল না। এরইমধ্যে আটকা পড়া ওই যুবককে উদ্ধারে কেটে যায় প্রায় দুই ঘণ্টা। পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাত পৌনে দুইটার দিকে ওই যুবককে নামিয়ে আনা হয়।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের ফ্লাডলাইটে তার চুরি করতে ওঠা এক চোরকে নামিয়ে আনে দমকল কর্মীরা। প্রহরীরা টের পেয়ে যাওয়ায় টাওয়ারের ১৬০ ফিট উঁচুতে উঠে পড়ে চোর। পরে তাকেও বোয়ালিয়া থানা পুলিশ জেলহাজতে পাঠায়।

আরও পড়ুন:

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুলের চোরাবালিতে বিএনপি : কাদের
মহাদেবপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ভারতে পাচারকালে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ভন্ডগ্রাম, চোরমারাসহ ২৪৭ বিদ্যালয় পেলো রুচিশীল নাম
X
Fresh