• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পিকআপ ভর্তি ভেজাল সার

গোপালগঞ্জ প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪২

গোপালগঞ্জ থেকে খুলনায় পাচারের সময় এক পিকআপভ্যান ভর্তি ভেজালসার আটক করেছে পুলিশ।

বুধবার সকালে সদর উপজেলার ঘোনাপাড়া থেকে পিকাআপটি জব্দ করা হয়। এসময় আরও একটি পিকআপ পালিয়ে যায়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, গোপালগঞ্জের জয় বীজ ভাণ্ডারের ভেজাল সার তৈরির একটি কারখানা থেকে দুই পিকআপ সার খুলনায় পাচার হবে এমন সংবাদ দেয় কৃষি বিভাগ।

এসময় ঘোনাপাড়ায় ব্যারিকেড দিয়ে একটি পিকআপ আটক করতে পারলেও অপর পিকআপ পালিয়ে যায়। পরে পুলিশ নীলারমাঠের একটি রাস্তার পাশ থেকে আরও প্রায় অর্ধশতাধিক বস্তা ভেজাল সার জব্দ করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেলে শহরের পাঁচুড়িয়া বাজারের জয় বীজ ভাণ্ডার থেকে বিপুল পরিমাণ নকল সার, প্যাকেট ও সার তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ। ভ্রাম্যমাণ আদালত দোকানের কর্মচারী শওকত শিকদারকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও জব্দকৃত নকল সার, সারের প্যাকেট এবং তৈরির সরঞ্জাম পুড়িয়ে দেন।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৫
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৩
ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১
X
Fresh