• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আহত যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ গেলো উদ্ধারকারীর

জামালপুর প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৩

জামালপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোল মাহমুদ (২৮) নামে স্থানীয় এক উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোর পাঁচটার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়িকান্দা এলাকায় এলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এসময় ওই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।

বাস দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেয়। এসময় উদ্ধারকর্মীদের মধ্যে মোহনপুর বেপারিপাড়া এলাকার গোল মাহমুদ (২৮) ভেঙে পড়া বিদ্যুতের খুঁটির সচল তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।