• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফের ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৮

ইউপিডিএফ কর্মী দীলিপ কুমার চাকমা হত্যার এক সপ্তাহ যেতে না যেতেই খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে আরেক ইউপিডিএফ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার এক নম্বর যৌথ খামার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম সুুভাষ চাকমা (২৮)। তিনি প্রসীত সমর্থিত গ্রুপের সমর্থক বলে স্থানীয়রা অনুমান করছেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন ভূঁইয়া স্থানীয়দের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, বেলা সাড়ে নয়টার দিকে যৌথ খামার এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যায়।

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সুভাষ চাকমা নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতের বুকে ও পায়ে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে ইউপিডিএফ-এর বিভক্ত দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গেলো ১৭ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারান ইউপিডিএফকর্মী দীলিপ কুমার চাকমা ওরফে বিনয়।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে অর্ধদিবস অবরোধ ডাকল ইউপিডিএফ
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
সাজেকে ইউপিডিএফের অবরোধ পালিত
X
Fresh