• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চবিতে অবরোধ প্রত্যাহার করলো ছাত্রলীগ

চট্টগ্রাম প্রতিনিধি

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০০

প্রক্টরের অপসারণ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের একাংশের ডাকা লাগাতার অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়েছে।

উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিনের আশ্বাসে গতকাল মঙ্গলবার রাতে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম।

তিনি বলেন, আমাদের আটক নেতাকর্মীদের থানা থেকে মুক্তি দেয়া হয়েছে। কোনো ধরনের মামলা দেয়া হবে না বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রক্টরের অপসারণের বিষয়টি উপাচার্য বিবেচনা করবেন বলেও আমাদের আশ্বাস দিয়েছেন। উপাচার্য নিজেই আজ থেকে ছাত্রলীগের দায়িত্ব নিয়েছেন।

তবে এ বিষয়ে জানতে উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর মুঠোফোনে কল করে তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসএফের ঈদ শুভেচ্ছা বিনিময়
মাইকে লোক ডেকে চবি শিক্ষার্থীদের ওপর হামলা
দুর্ঘটনার কবলে চবি ভর্তি পরীক্ষার প্রশ্ন বহনকারী বাস
X
Fresh