• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

একুশের প্রথম প্রহরে সারাদেশের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৫১

কেন্দ্রীয় শহিদ মিনারের মতো একুশের প্রথম প্রহরে বরিশাল, রাজশাহী ও দিনাজপুরসহ সারাদেশের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

বুধবারের প্রথম প্রহরে বরিশালের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, তালুকদার মো. ইউনুস, বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল।

এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সব শ্রেণি-পেশার মানুষ শহিদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

রাজশাহী মহানগরীর শহিদ মিনারগুলোতে একুশের প্রথম প্রহরে ঢল নামে জনতার। রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলজে শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, খালেদ মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছায়দেুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

এখানে মহানগর বিএনপির পক্ষে আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।

এদিকে রাজশাহীর ঐতিহাসিক ভুবন মোহন পার্ক শহিদ মিনারে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন ওর্য়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

দিনাজপুর কেন্দ্রীয় শহিদ মিনারেও প্রথম প্রহরেই পুষ্পার্ঘ অর্পণ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। এরপর পুষ্পার্ঘ অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

পরে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম শহিদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
X
Fresh